Coorg

মাইসোর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে সবুজ গাছপালা, পাহাড়, কফি আর বিভিন্ন মসলার বাগান এ ঘেরা একটি সুন্দর পাহাড়ি ভ্রমণস্থল হলো কুর্গ। কুর্গ এর প্রধান আকর্ষণ হলো এর নীরবতা ও সবুজ শান্ত পাহাড়। শহরের কোলাহল থেকে কিছুদিনের জন্যে মুক্তি পেতে, মনকে শান্ত করতে কুর্গ এ বেড়িয়ে আসতে পারেন।

কুর্গ এ যাওয়ার জন্যে সবথেকে কাছের রেল স্টেশন হলো মাইসোর আর কাছের বিমানবন্দর হলো বেঙ্গালুরু। বেঙ্গালুরু বা মাইসোর থেকে বাস বা ক্যাব এ করে আপনি ৩-৪ ঘন্টায়  পৌঁছে যেতে পারেন কুর্গ। কুর্গ এ পৌঁছে ওখান থেকে আপনি আশেপাশের বেড়ানোর জন্যে গাড়ি ভাড়া করে নিতে পারেন বা বেঙ্গালুরু মাইসোর  থেকে বুক করে নিয়ে যেতে পারেন কয়েকদিনের জন্যে। আমরা তো ব্যাঙ্গালোর  থেকে বাইক নিয়ে গেছিলাম। সময়টা ছিল মার্চ এর শুরুরদিকে। কুর্গ এ বর্ষার পরে অথবা শীতকালে যাওয়াই  ভালো।

taveldiaryofpallab.blogspot.com
নামদ্রোলিং মনাস্ট্রি 
আমরা সকাল বেলা বেরিয়ে প্রথম দিন থেকেছিলাম কুর্গ এর কুশলনগর এ । এখানে রয়েছে  তিব্বত এর বাইরে দ্বিতীয় সবথেকে বড় তিব্বতি আশ্রয়স্থল। এই জায়গাটি Bylakuppe নামে পরিচিত। এখানকার  সবথেকে বড়  আকর্ষণ হলো নামদ্রোলিং মনাস্ট্রি (Namdroling Nyingmapa Monastri )। এই মনাস্ট্রি টি ভীষণ সুন্দর কারুকার্যপূর্ণ।
taveldiaryofpallab.blogspot.com
নামদ্রোলিং মনাস্ট্রি প্রবেশপথ 

taveldiaryofpallab.blogspot.com
তিব্বতি লামাদের আবাসন
নামদ্রোলিং মনাস্ট্রি সামনে থেকে 
taveldiaryofpallab.blogspot.com
নামদ্রোলিং মনাস্ট্রি এর মধ্যে 

taveldiaryofpallab.blogspot.com
নামদ্রোলিং মনাস্ট্রি এর মধ্যে

taveldiaryofpallab.blogspot.com
পদ্মাসম্ভাবা বৌদ্ধবিহার 
taveldiaryofpallab.blogspot.com
পদ্মাসম্ভাবা বৌদ্ধবিহার এর মধ্যে 
taveldiaryofpallab.blogspot.com
বৌদ্ধবিহার এর মধ্যে 
এছাড়া রয়েছে নিসর্গধাম, এটি  কাবেরী নদীর উপর একটি দ্বীপ। আমরা পরদিন সকাল সকাল এখানে ঘুরতে গেছিলাম। এটি সকাল ৯ টা  থেকে খোলে।  এই অঞ্চল টি খুব সুন্দর করে সাজানো রয়েছে। এখানে বাঁশ, টিক ও চন্দন এর সাজানো জঙ্গল রয়েছে, এছাড়াও এখানে হরিণ, হাতি সংরক্ষিত রয়েছে। জল বেশি থাকলে, বিশেষত বর্ষাকালে  কাবেরী নদীতে রাফটিং ও করানো হয়।

taveldiaryofpallab.blogspot.com
নিসর্গধাম এর প্রবেশপথ
taveldiaryofpallab.blogspot.com


taveldiaryofpallab.blogspot.com

taveldiaryofpallab.blogspot.com
শুখনো কাবেরী নদীখাত 

taveldiaryofpallab.blogspot.com
ক্লান্ত হরিণ 

taveldiaryofpallab.blogspot.com
প্রজাপতি, ও প্রজাপতি, পাখনা মেলো 
এখানে একটি এলিফ্যান্ট ক্যাম্প রয়েছে কাবেরী নদীর তীরে, যেটি Dubare Elephant ক্যাম্প নামে পরিচিত। এখানে গিয়ে হাতিদের স্নান , খাওয়ানো ইত্যাদি দেখতে পারেন। এছাড়া রয়েছে হারাঙ্গি ড্যাম  ও ভালনার ফিশিং ক্যাম্প ।  সময়াভাবে আমাদের এখানে যাওয়া হয়নি ।

পরেরদিন দুপুর নাগাদ আমরা রওনা দিলাম মাদিকেরি র দিকে । মূলত এখানেই পাহাড় রয়েছে। মাদিকেরি  তে একটা homestay ঠিক করা ছিল। ওখানে ব্যাগ রেখে স্নান , খাওয়া সেরে  পৌছালাম abbey falls দেখতে। আমরা যখন  গিয়েছিলাম তখন এতটা জল ছিলনা , এই ফলস টি বর্ষাকালে বেশি সুন্দর দেখতে লাগে।

taveldiaryofpallab.blogspot.com
আব্বে ফলস 
taveldiaryofpallab.blogspot.com
আব্বে ফল্স 
এখানকার সবথেকে ভালো জায়গা হলো 'রাজা সিট'। বিকাল বেলা এখানেই কাটানো হল এখান থেকে পাহাড়ের খুব সুন্দর দৃশ্য দেখা যায় । সন্ধেবেলা এখানে একটি music fountain  চলে। আমাদের বিকাল  ও সন্ধ্যাবেলা ভালোই কাটলো । এর কাছেই মাদিকেরি বাজার, রাতে খাওয়া দাওয়া সেরে homestay  তে ফিরলাম।

taveldiaryofpallab.blogspot.com
রাজা সিট 

রাজা সিট 

ফাউন্টেন বা ঝর্ণা 
পরের  দিন ব্যাগ পত্র গুছিয়ে , প্রাতরাশ  সেরে  বেরোলাম। এখানে মান্দালপট্টী নাম একটি পাহাড় রয়েছে  যেটি এখানকার সবথেকে উঁচু জায়গা। এখানকার দৃশ্য বড়োই মনোরম। কিন্তু আমাদের যাওয়া হয়নি।

এরপর গেছিলাম অমকরেস্বার মন্দির। মন্দির দর্শন করে আমরা রওনা দিলাম বেঙ্গালুরু এর পথে।

কুর্গ এর সবজায়গা ঘোরা হয়নি, আমরা খুব অল্প সময় নিয়ে গেছিলাম। পরে আবার  কখনো যাওয়া হলে , সে গল্প বলবো।

এই গল্পটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন ও  অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।



Comments

  1. Though i could not understand a single word.. but the pictures are really beautiful.. Thanks for the upload. Bangalore to Coorg Cabs

    ReplyDelete
  2. Thanks for your valuable information shared on this site.This information very useful to me.
    ooty Cab Service | Ooty Travel Agency

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Travel To Nepal (1st Part) : Kolkata To Kathmandu

Travel to Nepal (2nd part) : Kathmandu to Pokhara

Travel to Ooty