Posts

Pondicherry & Mahabalipuram

Image
আমরা পন্ডিচেরী বেড়াতে যাবো ঠিক করলাম ২০১৯ এর ৩০ অগাস্ট। গুগল ম্যাপ এ  দেখলাম বেঙ্গালুরু থেকে পন্ডিচেরী প্রায় ৩৫০-৩৭০ কিলোমিটার এবং পন্ডিচেরি যাওয়ার অনেকগুলো রাস্তা আছে। ইন্টারনেট ঘেটে দেখলাম বেঙ্গালুরু থেকে কৃষ্ণগিরি, কৃষ্ণগিরি থেকে ভেল্লোর (AH ৪৫), ভেল্লোর থেকে  ত্রিবান্দম হয়ে পন্ডিচেরী। এই রুটটা লম্বা কিন্তু রাস্তা খুব ভালো। আপনারা ট্রেন বা ফ্লাইট এ গেলে চেন্নাই হয়ে সেখান থেকে পন্ডিচেরী যেতে পারেন। পন্ডিচেরী শীতকাল এ যাওয়ার চেষ্টা করবেন কারণ এখানে খুব গরম আর আর্দ্রতা থাকে । আগেরদিন ব্যাগ পত্র গুছিয়ে রেখেছিলাম, সেই মতো সকাল সকাল বেরিয়ে পড়ালাম বাইকে ব্যাগ বেঁধে, আর পথ দেখানোর জন্যে গুগল ম্যাপ এ ভরসা।  বেঙ্গালুরু ছেড়ে বেরোনোর পরে হাইওয়ে তে বাইক কিছুটা স্পিড এই চালালাম। ব্যাগ এ খাবার ছিল, পথেই প্রাতরাশ সারা হলো, তারপর আবার এগিয়ে চলা, রাস্তা যেন শেষই হয় না। মাঝে বেশ কিছু জায়গায় একটু একটু করে জিরিয়ে নেওয়া ,অবশেষে আমরা পন্ডিচেরি পৌছালাম প্রায় ৩ টা   নাগাদ। হোটেল এ ব্যাগপত্র রেখে স্নান করে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়ে বেরোলাম। অবশ্যই এতোটা রাস্তা বাইক চালিয়ে বেশ কষ্ট হচ্ছিলো, কিন্ত

Coorg

Image
মাইসোর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে সবুজ গাছপালা, পাহাড়, কফি আর বিভিন্ন মসলার বাগান এ ঘেরা একটি সুন্দর পাহাড়ি ভ্রমণস্থল হলো কুর্গ। কুর্গ এর প্রধান আকর্ষণ হলো এর নীরবতা ও সবুজ শান্ত পাহাড়। শহরের কোলাহল থেকে কিছুদিনের জন্যে মুক্তি পেতে, মনকে শান্ত করতে কুর্গ এ বেড়িয়ে আসতে পারেন। কুর্গ এ যাওয়ার জন্যে সবথেকে কাছের রেল স্টেশন হলো মাইসোর আর কাছের বিমানবন্দর হলো বেঙ্গালুরু। বেঙ্গালুরু বা মাইসোর থেকে বাস বা ক্যাব এ করে আপনি ৩-৪ ঘন্টায়  পৌঁছে যেতে পারেন কুর্গ। কুর্গ এ পৌঁছে ওখান থেকে আপনি আশেপাশের বেড়ানোর জন্যে গাড়ি ভাড়া করে নিতে পারেন বা বেঙ্গালুরু মাইসোর  থেকে বুক করে নিয়ে যেতে পারেন কয়েকদিনের জন্যে। আমরা তো ব্যাঙ্গালোর  থেকে বাইক নিয়ে গেছিলাম। সময়টা ছিল মার্চ এর শুরুরদিকে। কুর্গ এ বর্ষার পরে অথবা শীতকালে যাওয়াই  ভালো। নামদ্রোলিং মনাস্ট্রি  আমরা সকাল বেলা বেরিয়ে প্রথম দিন থেকেছিলাম কুর্গ এর কুশলনগর এ । এখানে রয়েছে  তিব্বত এর বাইরে দ্বিতীয় সবথেকে বড় তিব্বতি আশ্রয়স্থল। এই জায়গাটি Bylakuppe নামে পরিচিত। এখানকার  সবথেকে বড়  আকর্ষণ হলো নামদ্রোলিং মনাস্ট্রি (Namdroling Nyingmapa Monastri )।

Ranganathittu Bird Santuary

Image
মাইসোরে  যারা বেড়াতে গেছেন অনেকেই হয়তো নাম শুনেছেন Ranganathittu bird sanctuary এর, কিন্তু খুব কম লোকই  যান এখানে । যারা পাখি ভালোবাসেন, বার্ড ফোটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্য কিন্তু খুবই  ভালো জায়গা। এটি ভারতের কর্ণাটক রাজ্যের মান্ডিয়া জেলায় কাবেরী নদীর তীরে প্রায় ৪০ একর জায়গা জুড়ে রয়েছে  এবং এটি কর্ণাটক এর সবথেকে বড় পাখি অভয়ারণ্য। এখানে যাওয়ার সবচেয়ে  ভালো সময় হলো শীতকাল, এই সময় বিভিন্ন পরিযায়ী পাখির দেখা পাওয়া যায়। আমার পাখি সম্পর্কে বিশেষ কিছু জ্ঞান নেই বললেই চলে, শুধু ভালো লাগে বলেই চলে গেছিলাম। আপনারা যদি একদম শান্ত পরিবেশে জলের ধারে বসে পাখিদের ডাক শুনতে চান বা তাদের মাছ ধরা, খাওয়া দেখতে চান অথবা পাখি সম্পর্কে কোনো আগ্রহ থাকে তো অবশ্যই এখানে একবার অন্তত যাবেন। এখানে গাইড এর সাথে বোটিং এর ব্যবস্থা ও আছে যাতে করে আপনি পাখিদের খুব কাছ থেকে দেখা যায়। টিকেট এর বিবরণ আপনি এখান   থেকে পেয়ে যাবেন। পাখিদের ছবি তুলতে গেলে ভালো ক্যামেরা, লেন্স, ধৈর্য, সময়জ্ঞান ও খুব ভালো দক্ষতা থাকা দরকার। এখানে অনেক রকম পাখি আছে আমি মাত্র কয়েকটা ছবি পেয়েছি । নিচে আমার তোলা কিছু ছবি দিলাম , কেমন লাগলো