Posts

Showing posts from September, 2019

Coorg

Image
মাইসোর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে সবুজ গাছপালা, পাহাড়, কফি আর বিভিন্ন মসলার বাগান এ ঘেরা একটি সুন্দর পাহাড়ি ভ্রমণস্থল হলো কুর্গ। কুর্গ এর প্রধান আকর্ষণ হলো এর নীরবতা ও সবুজ শান্ত পাহাড়। শহরের কোলাহল থেকে কিছুদিনের জন্যে মুক্তি পেতে, মনকে শান্ত করতে কুর্গ এ বেড়িয়ে আসতে পারেন। কুর্গ এ যাওয়ার জন্যে সবথেকে কাছের রেল স্টেশন হলো মাইসোর আর কাছের বিমানবন্দর হলো বেঙ্গালুরু। বেঙ্গালুরু বা মাইসোর থেকে বাস বা ক্যাব এ করে আপনি ৩-৪ ঘন্টায়  পৌঁছে যেতে পারেন কুর্গ। কুর্গ এ পৌঁছে ওখান থেকে আপনি আশেপাশের বেড়ানোর জন্যে গাড়ি ভাড়া করে নিতে পারেন বা বেঙ্গালুরু মাইসোর  থেকে বুক করে নিয়ে যেতে পারেন কয়েকদিনের জন্যে। আমরা তো ব্যাঙ্গালোর  থেকে বাইক নিয়ে গেছিলাম। সময়টা ছিল মার্চ এর শুরুরদিকে। কুর্গ এ বর্ষার পরে অথবা শীতকালে যাওয়াই  ভালো। নামদ্রোলিং মনাস্ট্রি  আমরা সকাল বেলা বেরিয়ে প্রথম দিন থেকেছিলাম কুর্গ এর কুশলনগর এ । এখানে রয়েছে  তিব্বত এর বাইরে দ্বিতীয় সবথেকে বড় তিব্বতি আশ্রয়স্থল। এই জায়গাটি Bylakuppe নামে পরিচিত। এখানকার  সবথেকে বড়  আকর্ষণ হলো নামদ্রোলিং মনাস্ট্রি (Namdroling Nyingmapa Monastri )।