Posts

Showing posts from November, 2018

Bangalore to Hogenakkal Falls

Image
বেঙ্গালুরু থেকে হোগেনাক্কাল জলপ্রপাত ভ্রমণ  হোগেনেককাল জলপ্রপাত হলো ভারতের তামিলনাড়ু ও কর্ণাটক সীমান্তে একটি খুব সুন্দর একটি জলপ্রপাত, এটি কাবেরী নদীপ্রবাহের উপর অবস্থিত।  এখানে ৭ টি বড়ো জলপ্রপাত আছে এবং অসংখ্য ছোট ছোট জলপ্রপাত রয়েছে । এপ্রিল থেকে অগাস্ট পর্যন্ত খুব জল থাকে সেই জন্যে এই সময় এখানে বেড়াতে যাওয়া একটু ঝুঁকিপূর্ণ। অন্য সময় জল কম থাকে কিন্তু এখানকার প্রাকৃতিক সৌন্দর্যও সবসময়ই অসাধারণ। এই অসাধারন সৌন্দর্য্যের জন্যে এই জলপ্রপাত কে ভারতের নায়াগ্রা ও বলা হয়ে থাকে। এখানে বিভিন্ন সিনেমার শ্যুটিং ও হয়েছে। এটি ব্যাঙ্গালোর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে তামিলনাড়ুর ধর্মপুরী জেলায় অবস্থিত। এখানে গিয়ে আপনি গোলাকার নৌকাভ্রমণ ও জলপ্রপাত দর্শন করতে পারেন। এছাড়া এখানে একটি কুমির সংরক্ষন কেন্দ্র রয়েছে।  এখানে কাছাকাছি কয়েকটি  হোটেল  ও রিসোর্ট আছে। তবে বেশির ভাগ লোক এ বেঙ্গালুরু বা আসে পাশের জায়গা  থেকে একদিনের জন্যে ঘুরে আসে। বেঙ্গালুরু থেকে সরাসরি বাস বা ট্রেন নেই এই মুহূর্তে। বেঙ্গালুরু থেকে ট্যাক্সি নিয়ে বা বেঙ্গালুরু থেকে ধর্মপুরী বাস এ করে এবং ওখান থেকে  ট্যাক্সি বা বাস এ করে হো