Posts

Showing posts from January, 2019

Travel to LePakshi from Bangalore

Image
লেপাক্ষী হল একটা ছোট্ট গ্রাম অন্ধ্রপ্রদেশ এর অনন্তপুর জেলায়।  পৌরাণিক কাহিনী অনুযায়ী রাবন এর সীতা হরণের সময় জটায়ু আহত হয়ে এখানে পড়েছিল। রাম এসে  জটায়ু কে উঠার জন্যে বলে ছিল সেই থেকে এই জায়গার নাম লেঃপক্ষি , মানে ওঠো পাখী।  এখানে বিষ্ণু , শিব ও শিব এর অন্য এর রূপ বীরভদ্র দেব এর মন্দির আছে । এই মন্দির টি ১৫৩০ খ্রীষ্টাব্দ এ বিজয়নগর রাজ্যের দুই রাজজমিদার বিরূপাননা ও বিরানার  তত্বাবধানে তৈরী হয়েছিল। এই প্রাচীন মন্দির টি বিজয়নগর রাজ্যের স্থাপত্য ও ভাস্কর্যের একটি অন্যতম নিদর্শন। লেপাক্ষী বেঙ্গালুরু প্রায় ১২০ কিলোমিটার ও হায়দ্রাবাদ থেকে প্রায় ৪৮০ কিলোমিটার দূরত্বে অবস্থিত। আমরা  ১০ ই  নভেম্বর  এখানে গিয়েছিলাম কয়েকজন বন্ধু মিলে। আগে থেকেই পরিকল্পনা ছিল সকাল ৬ টা  নাগাদ বের হওয়ার। সেই মতো তৈরী হয়ে বেরিয়ে পড়ালাম। পথে হাইওয়ের একটি ধাবা থেকে প্রাতরাশ সারা হল।বেঙ্গালুরু হায়দ্রাবাদ হাইওয়ে টি খুব এ সুন্দর।  নিচে কিছু ছবি দিলাম। এর পর সোজা লেপাক্ষী, পৌছালাম প্রায় ১০ টার  দিকে।   মূল মন্দির এর বাইরে একটি  বিশাল নন্দী মূর্তি ও জটায়ুর মূর্তি আছে। লেপাক্ষীর মন্দির বীরভদ্র টি বেশ বড় ও  সুন্দর কারুকা