Posts

Showing posts from September, 2018

Travel to Nepal (3rd Part) : Pokhara to Chitwan

Image
Travel to Nepal: Pokhara to Chitwan প্রথম পর্বে  ও দ্বিতীয় পর্বে   কাঠমান্ডু ও পোখরার গল্প বলেছি। এবার বলবো পোখরা থেকে চিত্বন যাওয়ার ও বেড়ানোর কাহিনী। আসলে পোখরা তে অনেক কিছু দেখার আছে। আমাদের হোটেল দুই  রাতের জন্যে ছিল। সকালে হোটেল ছাড়তে হবে।  সকাল সকাল উঠে তাই ব্যাগ গুছিয়ে তৈরি হয়ে নিতে হল। পোখরার বাকি থাকা দর্শনীয় স্থানগুলো দেখতে দেখতে যাব, তাই খাওয়া সেরে তাড়াতাড়ি বেড়িয়ে পড়লাম।প্রথমে আমরা গেলাম ফেওয়া লেক ( Phewa Lake ) দেখতে। পোখরার অন্যতম দর্শনীয় স্থান, নেপালের বৃহত্তম লেক এটি। লেকের মাঝে বরাহী মন্দির ( Barahi Temple ),ওখানে পূজো হয়। লেকে বোটিং এর ব্যবস্থা আছে। অনেক রকম বোট আছে, কোনোটা শুধু মন্দির পর্যন্ত নিয়ে যায়, কোনোটা আরও সময় নিয়ে লেকে কিছুটা অংশ ঘোরায়। আমাদের হাতে সময় কম থাকায় আমরা শুধু মন্দির পর্যন্ত গেলাম। মন্দির চত্বরটা গোলাকারে বেশ খানিকটা জায়গা জুড়ে। চারিদিকে ঘাট বাঁধানো। লেক থেকে প্যারাগ্লাইডিং ( Paragliding ) ও দেখা যায়। ফেওয়া লেক  বরাহী মন্দির  লেকের মাঝে বরাহী মন্দির   ফেওয়া লেক এ বোটিং  প্যারাগ্লাইডিং   লেক থেকে ফিরে আমরা গেলাম দেভি’স ফল্‌স  ( Dav

Travel to Nepal (2nd part) : Kathmandu to Pokhara

Image
Travel to Nepal: Kathmandu to Pokhara প্রথম পর্বে কলকাতা থেকে কাঠমান্ডু ( Kathmandu ) যাওয়া ও বেড়ানোর গল্প বলেছি । এবার বলবো কাঠমান্ডু থেকে পোখরা যাওয়া ও বেড়ানোর গল্প। কাঠমান্ডু থেকে পোখরা: -  সকাল ১০টা  নাগাদ গাড়ি এসে গেলো। হোটেল এর বিল মিটিয়ে দিয়ে দিদি জামাই বাবু কে বিদায় জানিয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম। কাঠমান্ডু থেকে পোখরা প্রায় ৮-৯ ঘন্টার পথ। পথের দৃশ্য অপূর্ব।  এই পথেই পড়ে মনকামনা ( Manakamana ) দেবীর মন্দির। নাম শুনেই দেবীর মাহাত্য বোঝাই যায়।  মন্দির এ পৌঁছাতে হয় কেবল কারে(রোপওয়ে) পাহাড়ের উপর দিয়ে, আনুমানিক দূরত্ব ২.৮ কিমি, সময় লাগে ১০ মিনিটের মত। কেবল কার থেকে নীচের দৃশ্য খুবই সুন্দর। রূপোলী নদী বয়ে গেছে, সবুজ ক্ষেত ধাপে ধাপে নেমে গেছে, দূরে শহর। কিছু ছবি দিলাম রোপওয়ে যাত্রাপথের। ravel রোপওয়ে থেকে নিচের উপত্যকা  রোপওয়ে থেকে নিচের উপত্যকা   মনোকামনা রোপওয়ে  রোপওয়ে টাওয়ার  উপরে পোঁছে কিছু ধাপ উঠে মন্দির চত্বর, দর্শনার্থীদের ভিড়। নেপালের  ভূমিকম্পে এই  মন্দিরের বেশ ক্ষতি হয়েছে। মন্দির প্রাঙ্গন এর আশেপাশে বিভিন্ন ধরণের দোকানপাট বেশ সুন্দর  করে সাজা

Travel To Nepal (1st Part) : Kolkata To Kathmandu

Image
Travel To Nepal: Kolkata to Kathmandu পরিকল্পনা:- সালটা ইংরাজীর ২০১৭। ঠিক হলো নেপাল যাওয়া হবে সবাই মিলে । কাজের চাপ ছেড়ে পাহাড়ের কোলে কিছুদিনের জন্যে ঘুরে আসা হবে। খোঁজখবর নিয়ে জানা গেলো কলকাতা থেকে নেপাল যেতে হলে দুটো রাস্তা ভালো , ১)পশ্চিমবঙ্গের শিলিগুড়ি হয়ে, ২) বিহারের সীমান্ত  রৌক্সল (Raxaul) দিয়ে।  আমরা সিদ্ধান্ত নিলাম দ্বিতীয় পথটা দিয়ে যাওয়া হবে কারন কলকাতা থেকে  রৌক্সল এর সরাসরি ট্রেন আছে। রৌক্সল থেকে টাঙ্গা করে নেপালের বীরগঞ্জ (Birgunj) হয়ে কাঠমান্ডু (Kathmandu) পৌঁছানো হবে । সেখানে দুদিন  কাটিয়ে  আশেপাশের জায়গা গুলো ঘুরে পোখরা যাওয়া হবে। পোখরা তে দুদিন ঘুরে চিতোয়ান ন্যাশনাল পার্ক এ জঙ্গল সাফারি করে ফের বীরগঞ্জ - রৌক্সল সীমান্ত দিয়ে  ফেরা হবে। পরিকল্পনা টা এইভাবে করা হয়েছিল যাতে বেড়ানোতে বৈচিত্র থাকে এবং পরিবারের সবাই এর সাথে যাওয়া যায়। কারন খুব উচ্চতা এবং ঠান্ডা সবাই সহ্য করতে পারবে না। ঠিক হলো ২১ এ ফেব্রুয়ারী যাওয়া হবে ও ফেরা হবে ১ লা মার্চ। কলকাতা থেকে রৌক্সল যাওয়ার জন্যে তিনটি ট্রেন আছে, পূর্বাঞ্চল এক্সপ্রেস , মিথিলা এক্সপ্রেস এবং হাওড়া রৌক্সল এক্সপ্রেস।  আমরা ঠিক করলাম