Posts

Showing posts from December, 2020

Pondicherry & Mahabalipuram

Image
আমরা পন্ডিচেরী বেড়াতে যাবো ঠিক করলাম ২০১৯ এর ৩০ অগাস্ট। গুগল ম্যাপ এ  দেখলাম বেঙ্গালুরু থেকে পন্ডিচেরী প্রায় ৩৫০-৩৭০ কিলোমিটার এবং পন্ডিচেরি যাওয়ার অনেকগুলো রাস্তা আছে। ইন্টারনেট ঘেটে দেখলাম বেঙ্গালুরু থেকে কৃষ্ণগিরি, কৃষ্ণগিরি থেকে ভেল্লোর (AH ৪৫), ভেল্লোর থেকে  ত্রিবান্দম হয়ে পন্ডিচেরী। এই রুটটা লম্বা কিন্তু রাস্তা খুব ভালো। আপনারা ট্রেন বা ফ্লাইট এ গেলে চেন্নাই হয়ে সেখান থেকে পন্ডিচেরী যেতে পারেন। পন্ডিচেরী শীতকাল এ যাওয়ার চেষ্টা করবেন কারণ এখানে খুব গরম আর আর্দ্রতা থাকে । আগেরদিন ব্যাগ পত্র গুছিয়ে রেখেছিলাম, সেই মতো সকাল সকাল বেরিয়ে পড়ালাম বাইকে ব্যাগ বেঁধে, আর পথ দেখানোর জন্যে গুগল ম্যাপ এ ভরসা।  বেঙ্গালুরু ছেড়ে বেরোনোর পরে হাইওয়ে তে বাইক কিছুটা স্পিড এই চালালাম। ব্যাগ এ খাবার ছিল, পথেই প্রাতরাশ সারা হলো, তারপর আবার এগিয়ে চলা, রাস্তা যেন শেষই হয় না। মাঝে বেশ কিছু জায়গায় একটু একটু করে জিরিয়ে নেওয়া ,অবশেষে আমরা পন্ডিচেরি পৌছালাম প্রায় ৩ টা   নাগাদ। হোটেল এ ব্যাগপত্র রেখে স্নান করে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়ে বেরোলাম। অবশ্যই এতোটা রাস্তা বাইক চালিয়ে বেশ কষ্ট হচ্ছিলো, কিন্ত