Posts

Showing posts from June, 2019

Ranganathittu Bird Santuary

Image
মাইসোরে  যারা বেড়াতে গেছেন অনেকেই হয়তো নাম শুনেছেন Ranganathittu bird sanctuary এর, কিন্তু খুব কম লোকই  যান এখানে । যারা পাখি ভালোবাসেন, বার্ড ফোটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্য কিন্তু খুবই  ভালো জায়গা। এটি ভারতের কর্ণাটক রাজ্যের মান্ডিয়া জেলায় কাবেরী নদীর তীরে প্রায় ৪০ একর জায়গা জুড়ে রয়েছে  এবং এটি কর্ণাটক এর সবথেকে বড় পাখি অভয়ারণ্য। এখানে যাওয়ার সবচেয়ে  ভালো সময় হলো শীতকাল, এই সময় বিভিন্ন পরিযায়ী পাখির দেখা পাওয়া যায়। আমার পাখি সম্পর্কে বিশেষ কিছু জ্ঞান নেই বললেই চলে, শুধু ভালো লাগে বলেই চলে গেছিলাম। আপনারা যদি একদম শান্ত পরিবেশে জলের ধারে বসে পাখিদের ডাক শুনতে চান বা তাদের মাছ ধরা, খাওয়া দেখতে চান অথবা পাখি সম্পর্কে কোনো আগ্রহ থাকে তো অবশ্যই এখানে একবার অন্তত যাবেন। এখানে গাইড এর সাথে বোটিং এর ব্যবস্থা ও আছে যাতে করে আপনি পাখিদের খুব কাছ থেকে দেখা যায়। টিকেট এর বিবরণ আপনি এখান   থেকে পেয়ে যাবেন। পাখিদের ছবি তুলতে গেলে ভালো ক্যামেরা, লেন্স, ধৈর্য, সময়জ্ঞান ও খুব ভালো দক্ষতা থাকা দরকার। এখানে অনেক রকম পাখি আছে আমি মাত্র কয়েকটা ছবি পেয়েছি । নিচে আমার তোলা কিছু ছবি দিলাম , কেমন লাগলো