Posts

Showing posts from April, 2019

Travel to Ooty

Image
কথায় বলে 'Ooty the Beauty'. সেই সুন্দরের খোঁজে আমরা বেরিয়ে পড়লাম বেঙ্গালুরু থেকে , এক শীতের সকালে। উটি সারাবছরই যাওয়া যায়, তবে যাওয়ার ভালো সময় হলো সেপ্টেম্বর থেকে মার্চ। বর্ষাকালে গেলে এর অন্য রূপ দেখা যায়। আমরা তো বাইক নিয়ে বেরিয়ে ছিলাম বেঙ্গালুরু থেকে, কিন্তু আপনারা বেঙ্গালুরু বা মহীশুর থেকে বাস বা ট্যাক্সি তে  যেতে পারেন। অন্যদিকে কোয়েম্বাটুর থেকে মেটুপল্ল্যাম হয়ে সেখান থেকে ট্রয় ট্রেন বা ট্যাক্সিতে যেতে পারেন। উটির অন্যতম আকর্ষণ এই ট্রয় ট্রেন । যদিও  ট্রয়ট্রেন খুবই ধীরে চলে, স্পিড আনুমানিক ১০কি.মি. প্রতি ঘন্টা, তবে এতে বসে উটির  প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। কিন্তু  অবশ্যই  আগে থেকে টিকিট বুক করে রাখবেন। বেঙ্গালুরু বা মাইসোর হয়ে উটি  যাওয়ার পথে পরে বান্দিপুর ন্যাশনাল ফরেস্ট (কর্ণাটক) ও মূদুমালাই ন্যাশনাল ফরেস্ট(তামিলনাড়ু), যেখানে ছিল কুখ্যাত  চন্দনদস্যু  বিরাপ্পান এর আস্তানা। এই জঙ্গলের পথ ধরে যাওয়া খুবএ মনমুগ্ধকর , জঙ্গলের পথে যেতে যেতে দেখতে পেতে পারেন হরিণ, চিতল, ময়ূর, হাতি, বানর, কাঠবেড়ালি  আর নাম না জানা অনেক পাখির। জঙ্গল এর মধ্যে দিয়ে দুটি রাস্তা