Posts

Showing posts from October, 2024

Lava-Kolakham-gantok nathula

Image
উঠছে গাড়ি কিনেছি প্রায় বছর দুয়েক এর বেশি, নিজেও গাড়ি চালিয়ে দীঘা, পুরী , পুরুলিয়া , কেওঁঝার, রাঁচি , নেতারহাট  এইগুলো ঘুরেছি। এবার ইচ্ছা হলো পাহাড় এ যাবো, তো নেট ঘেটে ঠিক করলাম লাভা, কোলাখাম  আর তার সাথে গ্যাংটক ,নাঃথুলা এইগুলো করবো। কারণ রাস্তা বেশিরভাগ এ ভালো। এর আগে পুরুলিয়া, নেতারহাট এগুলোতে গাড়ি চালিয়ে একটু ধারণা পেয়েছি যে চড়াই  এ কিভাবে চালাতে হয়। কিন্তু এবার হিমালয়ান রেঞ্জ, খাড়াই রাস্তা অনেক বেশি এবং আমার বাড়ি থেকে দূরত্ব ও অনেকটা। যা হবে দেখা যাবে এই মানসিকতা নিয়ে সিদ্ধান্ত নিয়েই নিলাম  যে যাবো সেলফ ড্রাইভ করে। আগে থেকে শিলিগুড়ি , kolakham এ homestay ও গ্যাংটক এ হোটেল বুক করে রাখলাম। বেড়াতে যাওয়ার আগের দিন সমস্ত ব্যাগ ও দরকারি জিনিস , দরকারি ওষুধপত্র  গুছিয়ে রাখলাম। রাতে আর ঘুম আসেনিএই চিন্তায় যে প্রায় ৬৫০ কিলোমিটার গাড়ি চালাতে হবে। তখন রাত ২টো বাজে, আমরা চোখে মুখে জল দিয়ে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লাম। রাতে ট্রাক এর চাপ থাকে এবং কুয়াশার জন্যে বেশ ধীরে ধীরে গাড়ি চালালাম। আমতলা , বারুইপুর, dumdum , মধ্যমগ্রাম হয়ে প্রপার NH ১২ ধরতে ভোর হয়ে গেলো। এরপর রাস...